1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

আমি ভাইসা আসি নাই, যুদ্ধ করে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছি -বঙ্গবীর কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:

আমি ভাইসা আসিনাই, যুদ্ধ করে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছি। আমার ছেলেদের কর্মীসভায় ভাংচুড় করা হয়। কাজটা খুবই অন্যায় হয়ছে। এজন্য বলছি মাফ চাইও, না হলে কিন্তু খবর আছে। অসুবিধায় পড়বা। এক মাঘে কিন্তুু শীত যায় না। মাঘ ফিরে আসে। এখানে গুন্ডামি করতে আইসেন না। বড় অসুবিধা, বড় খারাপ হবে।
১৪ নভেম্বর মঙ্গলবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নে ১নং ওয়ার্ডে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে কাদের সিদ্দিকী বলেন, তারা সারের দাম কমানোর কথা দিয়েছিল, কমায়নি। পাটের দাম দেয়ার কথা ছিলো, দেয় নাই। সেজন্য আমি আওয়ামীলীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতালীগ গামছার দল বানাইছি।
তিনি বলেন, আজ দেশে পানি নাই নৌকা চলে না। বাদামের নৌকাও নাই, বৈঠার নৌকাও নাই, লগির নৌকাও নাই। দুই চারটা যা আছে সেগুলো ইঞ্জিনের। সেগুকে নৌকা বলে না, ট্রলার বলে। ট্রলার আর ডলারে দেশ খেয়ে ফেলেছে। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন আপনারা? আমি ভাইসা আসি নাই। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছি। আমি সেই মানুষ। আমাকে ভয় দেখাবার কিছু নেই। বঙ্গবন্ধুকে হত্যা করার পর একটা নেতাও ছিল না প্রতিবাদ করার। সে দিন প্রতিবাদ করে ১৬ বছর দেশে ফিরি নাই। সেই ফল হিসেবে আপনার নৌকা মার্কা সরকারে।
বিএনপির উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, আপনারা আন্দোলন করছেন করেন। কে মানা করছে। কিন্তু গাড়ি পুড়িয়েন না। ২৮ তারিখের পর যে ক্ষতিগ্রস্ত হয়ছেন, আট বছরেও এ ক্ষতি পুষাতে পারবেন না। আর আপনি আমেরিকার সাপোর্ট নিয়ে সরকারে যাবেন, আমরা আমেরিকার সাপোর্ট কেন নিতে যাব। ওঁরা মুসলিম হত্যাকারী। ওঁদের পক্ষ নিলে বিএনপিকে ধানের শিষে ভোট দিবে বাংলাদেশের জনগণ এটা আমি মনে করি না।
আমি জো বাইডেনকেও বলি আপনি আমিরিকার প্রেসিডেন্ট, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট না। আপনার রাষ্ট্রদূতকে এত দৌড়াদৌড়ি করতে দিচ্ছেন কেন? আপনারা বলছেন আপনারা আওয়ামীলীগ, বিএনপির, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আছেন। তাহলে তিন দলকে দাওয়াত দিলেন কেন? দুষ্ট লোকেরা, ঘোষ খুঁড়ের দুর্নীতিবাজরা দেশটাকে যে নোংরা করেছে তা ঘামছা দিয়ে ঘষে ঘষে পরিস্কার করতে চাই। একজন শ্রমিক যেমন সারাদিন পরিশ্রম করে গোসল করে গামছা দিয়ে শরীরটা পরিষ্কার করে। তেমন ভাবে এই দেশটাকে গামছা দিয়ে ঘষে পরিস্কার করতে চাই আমি।
শ্রীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম দেলোয়ারসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..