এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দূর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রীজ এলাকায় এঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে প্রান কোঃ ডিপো নাটোর যাওয়ার পথে হাটিকুমরুল মহাসড়ক নয়াবাজার আইরমারি ব্রীজ সিমান্ত এলাকায় কাভার্ড ভ্যানটির (ঢাকা মেট্রো উ-১২-৩৬২৩) পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে কাভার্ড ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে চালক গাড়িটি থামালে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এসম গাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ড ভ্যানের ইন্জিন, চাকা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মহাসড়কে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে। আগুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply