1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

অসহায় মানুষের পাশে দাড়িয়েছে হাওড়া প্রেস ক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১১ বার পঠিত

মো. মোস্তফা খান:
বিশ্বব্যাপি আঘাত হেনেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। গৃহবন্দী হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষজন। অর্ধাহারে/অনাহারে দিনাতীপাত করছেন কর্মহীন মানুষগুলো। এমতবস্থায় এসব কর্মহীন মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে পাশে দায়িছে সরকারী/বেসরকারী বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ঐতিহ্যবাহী হাওড়া প্রেসক্লাব।

২১ এপ্রিল হাওড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কুলে দেবাশিষ এর ফেইসবুক আইডিতে পোস্ট করেছিলেন তিনি।

পোস্টকৃত অংশটুকু রিপোর্ট আকারে তুলে ধরলাম। যেমন: দেশের এই সংকটময় মুহুত্যে আজ মানুষের পাশে ৪২ বছরের হাওড়া প্রেস ক্লাব। সদস্যরা কেউ অর্থনৈতিক ভাবে খুব বিরাট কিছু উন্নত নয়, কিন্তু মনের জায়গায় তাঁরা মহৎ, সাংবাদিকতার পাশা পাশি তাঁরা তৈরি আজ এই সংকটে মানুষের পাশে দাঁড়াতে। ক্লাবের এক সদস্য বাণীব্রত ব্রত কাড়ারর ঐকান্তিক প্রচেষ্টায় আজ সফল হোলো তাদের এই উদ্যোগ। এগিয়ে এলেন সব সদস্যরা, মহিলারা সদস্যরাও এগিয়ে এলেন, আজ প্রথম দফায় মধ্যে হাওড়া. শিবপুর, রামরাজতলা এলাকা তে দেওয়া হোলো কিছু মানুষ কে খাদ্য সামগ্রী। কি বলবেন? সাংবাদিকরা নাকি খালি মিথ্যা খবর করেন? আজ কিন্ত প্রমান হোলো তারাও সমাজের পাশে দাঁড়াতে জানে..!

আসুন না সবাই এইভাবে একটু পাশে দাঁড়াই. কাল আবার আমরা দ্বিতীয় দফায় কিছু খাদ্য সামগ্রী দেবো মানুষের হাতে। যদি কিছু মানুষের একটু হাসি ফোটে…..পুনশ্চ : আমরা মিথ্যাবাদী, আমরা টাকার বিনিময়ে খবর করি. আজ একটু এসব ভুলে আশীর্বাদ করুন যাতে আমাদের মতো ভাই বোনেরা আরও পারে সমাজের পাশে থাকতে. এটাই একান্ত অনুরোধ।ভালো থাকুন সবাই. সুস্থ থাকুন… বাড়িতে থাকুন.. আমরা আছি রাস্তায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..