ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে আঠাররাড়ি রায় বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মিলের মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর জালাল উদ্দিন ও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে আসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বাজার অস্থিতিশীলতা থেকে রক্ষা পায় যাতে জনমনে স্বস্তি ফিরে আসে।
Leave a Reply