1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : Monir monir : Monir monir
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

নরসিংদীতে বাবুরহাট বাজারে সীমিত আকারে দোকান খোলার জন্য গণ-বিজ্ঞপ্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ১২১ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি:

বর্তমান সংকটের কারণে সারাদেশে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়া, নরসিংদীতে ঐতিহ্যবাহী কাপড়ের বাজার শেখেরচর (বাবুরহাট) যেন ভুতরে বাজারে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের চলমান পরিস্থিতি চিন্তা করে, এই সংকট কাটিয়ে তুলতে শর্ত সাপেক্ষে আগামী ৫ মে পর্যন্ত সীমিত আকারে বাবুরহাট বাজারের ব্যবসায়ীদের দোকান খোলার জন্য গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নরসিংদীর জেলা প্রশাসন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নরসিংদী প্রশাসন ও নরসিংদী চেম্বার,শেখেরচর বনিক সমিতির নেতাদের ভূয়সী করে ব্যবসায়ীরা।

শনিবার (২৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির, শেখেরচর বাজার বনিক সমিতির সভাপতি ও শিলমান্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাকির সহ শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতির চাকা চালু রাখতে জেলার অর্থনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র বাবুরহাট বাজারের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু করার নির্দেশ দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। তবে হাটে কোন ক্রয়-বিক্রয় হবেনা শুধুমাত্র পাইকারী ক্রেতাদের অর্ডারের ভিত্তিতে মালামাল পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেয়ার আদেশ জারি করেন জেলা প্রশাসন।

এসভায় আরো উপস্থিত ছিলেন,নরসিংদীর সিভিল সার্জন ডা: মো: ইব্রাহিম টিটিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..