নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কুলসুম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মাধবদীর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত কুলসুম কাঠাঁলিয়া ইউনিয়নের ফজুরকান্দী গ্রামের সুলমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কুলসুম মাধবদী পৌর শহরের বিরামপুর মহল্লার ইদ্রিস আলীর মেয়ে। প্রায় দেড় বছর আগে একই থানার কাঠাঁলিয়া ইউনিয়নের ফজুরকান্দী গ্রামের ফজলুল হকের ছেলে সুলমান (২৬) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে দুই মাসের একটি ছেলে সন্তান রয়েছে। এ দম্পতি ফজুরকান্দীর বাড়িতে একটি টিনসেট ঘরে থাকতেন। রবিবার রাতে খবর পেয়ে পুলিশ তাদের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কুলসুমের মরদেহটি উদ্ধার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের সময় নিহত কুলসুমের স্বামী ও তার স্বজনদের কাউকে পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কোনো মানসিক হতাশা থেকে কুলসুম আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply