নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি দিন অবনতি হতে হচ্ছে।অবস্থা ভালোর তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। যার ফলে এবার রমজানের ঈদের সময় বন্ধ থাকবে দূরপাল্লার বাস চলাচল বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে।
Leave a Reply