অংকন তালুকদার, গোপালগঞ্জ:
অনান্য জেলার মতো গোপালগঞ্জ জেলায় লক ডাউন চলছে। তাই গোপালগঞ্জে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে মেনে ঘরে থাকা অসহায় দুস্থ অসহায় ১১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২, গাজী হাফিজুর রহমান লিকু।
প্রথম দফায় ১০০০ পরিবারকে ২৫ কেজি করে চাল এবং পরবর্তী ধাপে ১৫ কেজি করে চাল বিতরন করছে তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জ শহর অঞ্চলের সব ওযার্ড ছাড়াও আশে পাশের অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষদের তালিকা তৈরি করে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তার কর্মীরা।
দুই এক দিনের মধ্যে তার এই খাদ্য সামগ্রী বিতরন শেষ হবে বলে তার ভাই গাজী মুশফিকুর রহমান ছোটন জানান।
করোনা মহামারি সংকট শেষ না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষদের মাঝে তার এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply