বিনোদন প্রতিবেদক:
এ সপ্তাহে বাজারে আসছে কণ্ঠশিল্পী কামরুল কায়েস জামান’র নতুন গান ‘তোমার ভালোবাসা’ । সিডি চয়েস মিউজিক’র ব্যানারে একটি অসাধারণ গল্পের মিউজিক ভিডিওসহ গানটি বাজারে আসবে। গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার মাসুম । মিউজিক করেছেন জনি।
সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শ্তটিং শেষ হয়েছে। এই গানের মডেল হিসাবে ছিলেন মডেল, আনান, মিথিলা ও সাথী ।
কামরুল জামান কায়েস বলেন, এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। গানের কথা ,সুর ও কম্পোজিশন সবকিছুই দর্শক হৃদয় নাড়া দিবে বলে আমি বিশ্বাস করি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ধন্যবাদ সিডি চয়েস এর কর্ণধার এমদাদ সুমন ভাইকে। তাঁর জন্য সবকিছু সুন্দরভাবে করা সম্ভব হয়েছে।
Leave a Reply