নিজস্ব প্রতিবেদক
মো: রাসেল বিন হাসানাত। নরসিংদীর মানুষের নিকট পরিচিত একটি নাম। যিনি যুগ যুগ ধরে সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। হাসপাতাল, ক্লাব, ধর্মীয় ও সামাজিক কাজে রয়েছেন প্রথম সারিতে। সরকারি, বেসরকারি ছোট বড় সাধারন উচ্চপদস্থ রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণীর মানুষ যাকে চিনেন একজন সামাজিক কর্মী হিসেবে। তিনি সাবেক প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব নরসিংদী। সহসভাপতি লায়ন্স ক্লাব অব নরসিংদী। ফাউন্ডার মেম্বার (প্রস্তাবিত) নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল। প্রোপাইটর হাসানাত ক্রোকারিজ।
আজ ঈদুল ফিতর ২৫মে-২০২০। মুসলিম জাতির মহা আনন্দের দিন। কিন্তু এবারের ঈদ দেশের অনেক মানুষের জন্য আনন্দের নয়। সামর্থ্যের অভাবে নতুন পোশাক তো দূরে থাক, ঈদের দিন একটু ভাল খাবার সন্তানদেরকে দিতে পারছেন না, বর্তমান পরিস্থিতিতে এমন মানুষের সংখ্যা অগণিত। বাংলাদেশে বিত্তবান মানুষের অভাব নেই। অধিকাংশ কোটিপতিরা অঢেল সম্পদ থাকা সত্ত্বেও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে না।
করোনার থাবায় মানুষের জীবন যাত্রা থেমে গেছে। থেমে গেছে অর্থের চাকা। দিনমজুর খেটে খাওয়া মানুষের কষ্টের যেখানে শেষ নেই। ঈদের দিন নিজ সন্তানের আনন্দের পরিবর্তে চোখের পানি মুছে দেবারও যেন কেউ নেই। এই পরিস্থিতিতে মো: রাসেল বিন হাসানাত নরসিংদী সদরের ঘোড়াদিয়াস্থ নিজ বাড়ীতে আজ ঈদের নামাজের পর শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চার শতাধিক অসহায় গরীব শিশুদেরকে নিয়ে আনন্দ মেলার আয়োজন করেছেন। শিশুদেরকে একটু আনন্দ দেয়ার জন্য ড্রিংকস, কেক, বিস্কিট ও চকলেট বিতরণ করেছেন। উদ্দেশ্যে করোনায় আটকে পড়া বন্দি শিশুদের মুখে হাসি ফুটানো।
বাচ্চাদের সাথে কথা বলে, তাদের চোখে মুখে আনন্দ দেখে। মুক্ত স্বাধীন ছুটাছুটি দেখে মনে হচ্ছে কতো বছর যেন আটকে আছে তারা। আজ যেন বন্দি জীবন থেকে মুক্তি পেলেন আনন্দে মেতে উঠার জন্য। বাচ্চাদের এই আনন্দ মেলাতে ঈদের ব্যস্তসময়ে উপস্থিত হয়ে আরো আনন্দময় করেছেন এম. বিলাল হুসাইন-সম্পাদক: আলোরপথ নিউজ২৪, ডা. মো: শাহজালাল, নাসের, রাশেদ চৌধরী, তারেক চৌধুরী, সুমন, সাজিদুল হক চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর্থিক সহযোগিতা করেছেন আমরিকান প্রবাসী মোল্লা সানি।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/২৫-০৫-২০ইং
Leave a Reply