নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ।
সোমবার (২৫ মে) রাতে নরসিংদী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক নঈমুল মোস্তাক ও সহকার উপ-পরিদর্শক দীপক কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পৌর শহরের সাটিরপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের বাউলপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২০ (বিশ) ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত বিয়ারের মূল্য ১৬ হাজার টাকা। আসামী ভয়ানক করোনা ভাইরাস মহামারীতেও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধ নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply