1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন

এবার পাসের হার ও জিপিএ-ফাইভ দুটোই বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৮১ বার পঠিত
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

আজ রবিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।চলতি বছরে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ-ফাইভ দুটোই গত বছরের তুলনায় বেড়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, গত বছর এই হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। সেই হিসেবে গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে এবার জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। সেই হিসেবে এবার জিপিএ-ফাইভ বেড়েছে ৩০হাজার ৩০৪ জন।

রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি। পরে বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/৩১-০৫-২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..