সম্প্রতি দৌলতদিয়া যৌ’ন পল্লীতে ‘পারফর্মার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন তাসমিয়াহ আফরিন মৌ।
জানা গেছে, অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ও প্রভা শুটিংয়ের জন্য বেশ ক’দিন এই পল্লীতে ছিলেন। তাদের সঙ্গে ছিলেন অভিনেতা শাহাদাৎ হোসেন।
এক অভিনেত্রীকে নিয়ে গল্পের আবহ তৈরি হয়েছে। যার পুর ঘটনা এই দৌলতদিয়া যৌনপল্লীকেন্দ্রিক। যার কারণে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করতে এখানে।
গল্পে দেখা যায় ওই অভিনেত্রী অভিনয়জীবনে বিভিন্ন সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের বৈচিত্র্যের জন্য তিনি সব সময় ডুবে থাকেন অভিনয়ে। তাই তার হাজবেন্ড তাকে সেভাবে কাছে পান না।
একবার এক পরিচালকের অফার পেয়ে নিষিদ্ধপল্লীতে আসেন অভিনয় করতে। সেখানে পরিচয় হয় মঞ্জুরীর (মৌটুসী বিশ্বাস) সঙ্গে। মঞ্জুরী সেই অভিনেত্রীকে (প্রভা) চ্যালেঞ্জ দেন যে, সে বাস্তবে এই চরিত্রটি করতে পারবে না।
সেই অভিনেত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এই চলচ্চিত্রের মুক্তি প্রক্রিয়া সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: [email protected]
Copyright © 2023 Jonakitv.com. All rights reserved.