নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে নতুন করে আরও ৬১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (০৮ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন অফিস ফেইসবুক পেইজ থেকে এ তথ্য পাওয়া যায়। তথ্যে মঙ্গলবার (০২ জুন) ১৭৬টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে প্রাপ্ত ফলাফলে ৬১টি পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০৩ জনে। পরে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনে এর সাথে যোগাযোগ করলে তিনি তা তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৪ জন সদর উপজেলার, ১৪ জন রায়পুরা উপজেলার, ০৬ জন পলাশ উপজেলার, ০৯ জন শিবপুর উপজেলার, ০২ জন মনোহরদী উপজেলার ও ০৬ জন বেলাব উপজেলার।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৮০৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫৫১ জন, রায়পুরাতে ৬০ জন, শিবপুরে ৬০ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১১ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৮ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০১ জন ও রায়পুরায় ০১ জন।
এদিকে দিন দিন জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/০৮-০৬-২০ইং
Leave a Reply