নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ রোধে আগামীকাল থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার লকডাউন হচ্ছে । লকডাউনের আওতাধীন থাকবে মাধবদী পৌরসভার ৪-৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুর। এলাকায় কঠোরভাবে কার্যকর করা হবে লকডাউন। প্রাথমিকভাবে পাইলট কার্যক্রম হিসেবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে।
নরসিংদীতে ইতিমধ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের প্রেক্ষিতে গত ২৪ ঘন্টায় নতুন ২১ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬০ রোগী। এরই মধ্যে মৃত্যু বরণ করেছেন ১৩ জন।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্ডস টিমের আহ্বায়ক শাহ আলম মিয়া জানান, করোনা সংক্রমন প্রতিরোধে সরকারী সিদ্ধান্তে জেলা প্রশাসকের নির্দেশে আগামীকাল রাত ১২টা থেকে প্রাথমিকভাবে মাধবদী পৌর অঞ্চলের কিছু অংশে লকডাউন কার্যকর করা হবে । শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকী সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১০-০৬-২০ইং
Leave a Reply