অনলাইন ডেস্ক
বৈশ্বিক করোনাভাইরাসের মহামারির কারণে এবছর হজ্ব পালনে বিরত থাকছে ৪টি দেশ। দেশগুলো হলো : ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। দেশ ৪টি হজ্বে অংশ নিবেনা বলে ইতোমধ্যে নাগরিকদের জানিয়ে দিয়েছে। অবশ্য সৌদি আরব নিজেও এ বছর হজ্ব বাতিল এ অবস্থায় করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
করোনা সংক্রমণের আশঙ্কা গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজ্বযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়। করোনা সংক্রমণের আশঙ্কা ও এর ভ্যাকসিন না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদেরও এ বছর হজ্ব পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। এছাড়া একই সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর।
ওদিকে সৌদি আরব নিজেরাও হজ্ব বাতিল করার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। করোনার কারণে টোকিও অলিম্পিক বিশ্বের অনেকগুলো বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত করা হয়েছে। মুসলিম উম্মার আন্তর্জাতিক বিশাল অনুষ্ঠান হজ্বও করোনা মহামারির ভয়ে বাতিল করার জন্য চাপে রয়েছেন সৌদি কর্মকর্তারা। দেশটির হজ্ব মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
আগস্টের ২৯ তারিখে হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সৌদি আরব করোনা সংক্রমণের ভয়ে আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে। ফলে বিশ্বের অন্য দেশ থেকে হজ্বে আগ্রহীরা চাইলেও আসতে পারবেন না। এছাড়া অনেক দেশ এ বছর হজ্বে না পাঠানোর কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে। সূত্র: সিএনবিসি, আবে নিউজ।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১৩-০৬-২০ইং
Leave a Reply