1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : Monir monir : Monir monir
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন

নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১২১ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য আমরা আরও সুযোগ-সুবিধা দেব। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের টেকনোলজি জানতে হবে।’

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছিল ভালোভাবে। আমরা দারিদ্র্যের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নীত হয়েছিল। চলমান করোনাভাইরাসকে ‘অদৃশ্য’ ও ‘অশুভ’ শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই শক্তির কাছে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে  বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। কেউ এর বিরুদ্ধে লড়াই করতে পারছে না। সামরিক শক্তি ও অর্থনীতিতে শক্তিশালী কিংবা দরিদ্র সবার একই অবস্থা।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি। সবাইকে বলব, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই করোনা দুর্যোগ একদিন কেটে যাবে এবং বাংলাদেশ ও গোটা বিশ্ব তা থেকে মুক্তি পাবে।

নৌবাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে যদি কেউ হামলা করে এর যথাযথ জবাব যেন দেয়া যায় সেই প্রস্তুতিও থাকতে হবে। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞানসম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আগামীতে আমরাও যেন এমন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি সে চিন্তা আমাদের করতে হবে। এছাড়া আমাদের নিজেদের প্রয়োজন ছাড়াও এ ধরনের জাহাজ যেন আমরা বিদেশে রফতানি করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে।

জাহাজটি বিশ্বশান্তি রক্ষায় লেবাননে নিযুক্ত হবে। এসময় নৌবাহিনীর সকল সদস্যকে নিরাপদে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৮-০৬-২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..