নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মেগা শপিংমল ইনডেক্স প্লাজা মালিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
ইনডেক্স প্লাজা মালিক সমিতির সভাপতি এ কে এম জহিরুল ইসলাম জাহাঙ্গীর’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি বর্তমান করোনা পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত ইনডেক্স প্লাজা মালিক সমিতির সকল কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সাধারণ ব্যবসায়ীদের আহবান জানান।
মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়ির সহ-সভাপতি মো: মনিরুল হক, সহ-সভাপতি আবদুর রউফ সরকার, সহ-সভাপতি এম এ জমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক শোয়েব মোঃ বাপ্পি, যুগ্ন-সাধারণ মোঃ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জামান আহমেদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বেলাল, দপ্তর সম্পাদন আব্দুল হালিম খন্দকার, আইন বিষয়ক সম্পাদক মোঃ হোসেন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ গুলজার হোসেন, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শফি উল্লাহ (সুজন), প্রচার সম্পাদক সামসুল ইসলাম, সদস্য সচিব মোঃ সোয়েব, নির্বাহী সদস্য মোঃ সোহেল রানা (নাসির), নির্বাহী সম্পাদক হাজী মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ শহিদুল্লাহ, নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক গৌরব সরকার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সাধারণ ব্যবসায়ীরা।
এসময় তাসলিমা আক্তার ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে মালিক সমিতির কর্মকর্তাদের কাজ করে যাবার পরামর্শ দেন।
ইনডেক্স প্লাজা মালিক সমিতির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারকে সম্মাননা জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।
উল্লেখ্য বিগত ৪ জানুয়ারী নরসিংদীর মেগা শপিংমল ইনডেক্স প্লাজার ৩২০ জন মালিকের ভোগাধিকার প্রয়োগে মধ্যদিয়ে ১৯ সদস্য বিশিষ্ট মালিক সমিতির বর্তমান কার্য নির্বাহী কমিটি নির্বাচিত হয়। পরে ২৭ জানুয়ারী শৃংখলা, সেবা ও উন্নয়ন এই তিন মূল মন্ত্রকে সামনে রেখে নির্বাচিত কমিটি শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে।তাদের কার্যক্রমের সুবিদার্থে আজ এই কার্যালয় উদ্বোধন করা হয়।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৪ জুলাই ২০২০ইং
Leave a Reply