শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)কে শ্বাসরোধে খুন করেছে তারই ছোট ভাই হিমেল (১৫)। শনিবার (৪ জুলাই) ভোরে উপজেলার শাষপুর গ্রামে এ নির্মমতার ঘটনা ঘটে। তারা দুই সহদর উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আ: রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আ: রশিদের ছেলে হিমেল (১৫) নিজের টাকায় একটি মোবাইল ফোন কিনে আনে।গত ৩ দিন আগে ওই মোবাইলটি হারিয়ে যায়। মোবাইল হারানোর ঘটনায় হিমেল তার বড় ভাই সন্দেহ করে ঝগড়া বিবাদ করে আসছিল। এর জের ধরে শনিবার ভোরে নিজ বাড়ীতে বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর বড় ভাইকে মেরে ফেলার বিষয়টি হিমেল তার চাচাকে জানায়। এরপর সকালেই সে বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৪ জুলাই ২০২০ইং
Leave a Reply