নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোঃ সৈয়দুজ্জামান জানান, তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৮ টি ও নরসিংদী মডেল থানায় ২ টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারের পর পরই তাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেট শামীমা আক্তার এর আদালতে হাজির করা হয়। আদালত তাকে নরসিংদী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৯ জুলাই ২০২০ইং
Leave a Reply