রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায়ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী পালন ও সদস্যদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় আনসার ভিডিপি’র দলনেতা ও দলপতি সহ সকল সদস্যদের হাতে ১৫০টি ফলদ ও বনজ চারা তুলে দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রওশন আরা তালুকদার।
আনসার ভিডিপি কর্মকর্তা রওশন আরা তালুকদার বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১ কোটি চারা রোপনের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় আজ রায়পুরা উপজেলা আনসার ভিডিপি সদস্যদের ১৫০ টি চারা রোপনের জন্য বিতরণ করা হয়।
কর্মসূচীতে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আজিম উস শান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply