জোনাকী ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহতে হয়েছে । সোমবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা নামকস্থানে ঘটনা ঘটে।এছাড়া দুর্ঘটনায় আরও চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন, শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন এবং উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালখূলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাজার করতে আসা ময়নাল ও মাছ বিক্রেতা মানিক হোসেনের মৃত্যূ হয়। এছাড়া শশুরবাড়িতে আসা উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলনসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে মিলনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাড়াশ ফায়ার ডিফেন্স স্টেশনের সাব অফিসার এসএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২০জুলাই ২০২০ইং
Leave a Reply