1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : Monir monir : Monir monir
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

নরসিংদীতে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রেস বিজ্ঞপ্তি: গোগন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই তারিখ মোঃ সৈয়দুজ্জামান, অফিসার ইনচার্জ,নরসিংদী মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন, এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মেহেদী হাসান, এএসআই দীপক কুমার সরকার, এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থাকা এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লালকে ২০/০৭/২০২০ খ্রিঃ তারিখ গ্রেফতার করেন। থানায় অবস্থান করিয়া আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তার সন্ত্রাসী কার্যে ব্যবহৃত অবৈধ অস্ত্র-গুলি চৌয়ালা তালতলা নিজ বাড়ীতে সংরক্ষিত আছে। আসামী বিল্লালসহ ২০/০৭/২০২০ খ্রিঃ তারিখ ২৩:৫০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা তালতলা বিল্লালের নিজ বাড়ীর স্টীলের আলমারির নিচ হতে একটা আগ্নেয়াস্ত্র রিভলবার ৬ রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় উদ্ধার করা হয়। আসামী দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামী বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লালের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা অস্ত্র মামলা, ০১ ডাবল মার্ডার মামলা, ০৫ টা মাদক মামলা, ০২ টা ডাকাতি মামলা, ০১ টা পুলিশ অ্যাসাল্ট মামলা, ০১ টা অন্যান্য মামলা সহ মোট ১১ টা মামলা আছে। আসামীর বিরুদ্ধে ০৩ টা গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। ধৃত আসামীঃ (১) বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লাল (৩৪), পিতা-বারেক, সাং-ভগিরথপুর, বর্তমান সাং-চৌয়ালা তালতলা, থানা ও জেলা-নরসিংদী। উদ্ধারকৃত আলামতঃ (১) ১ টি বাটযুক্ত সিলভার রংয়ের রিভলবার, যাহার ম্যাগজিন ৬ চেম্বার বিশিষ্ট, যাহার মধ্যে ৬টি চেম্বারে ৬টি গুলি লোডকৃত। যাহার বাটসহ দৈর্ঘ্য ৮.৫০ ইঞ্চি।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

স্বাক্ষরিতঃ রুপণ কুমার সরকার পিপিএম পুলিশ পরিদর্শক (নিঃ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদী ও মিডিয়া সমন্বয়ক, জেলা পুলিশ নরসিংদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..