রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশেই চলছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী।
শুক্রবার বিকালে সারা দেশের ন্যায় রায়পুরা উপজেলায় ইসলামী যুব আন্দোলন রায়পুরা থানা শাখা অফিসের সামনে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
ইসলামী যুব আন্দোলন রায়পুরা শাখার সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম শামীম জানান, পর্যায়ক্রমে উপজেলার ২৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় মোট ৮টি প্রজাতির গাছের চারা রোপন করা হবে। আমরা আমাদের পূর্বঘোষিত নির্দেশনা মোতাবেক আমাদের উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আজ থেকে আমরা উপজেলার রায়পুরা পৌরসভা সহ ২৪ টি ইউনিয়নকেই এ কর্মসূচীর আওতায় এনে আমরা ৮ ধরনের প্রজাতির গাছের চারা রোপন করবো।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন শিপন মোল্লা, ইসলামী যুব আন্দোলন রায়পুরা থানার সভাপতি হাফেজ মাওলানা সাজেদুল্লাহ সায়েম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শামীম, প্রচার সম্পাদক চৌধুরী ওমর ফারুক নয়ন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রায়পুরা থানা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply