নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সোমবার ২৭ জুলাই সেবা প্রদানের সুবিধা ও সেবার মান বৃদ্ধিকল্পে নরসিংদী কোভিড-১৯ ডেডিকেডেট হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য ৩টি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই এসি বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসি প্রদান করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) মো. মোস্তফা কামাল।
হাসপাতালের পক্ষে এসি গ্রহণ করেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন ও নরসিংদী জেলা হাসাপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
এসময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে নরসিংদী জেলায় করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পরিবীক্ষণের লক্ষ্যে একটি মত বিনিময় সভা করা হয়।
Leave a Reply