মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদী জেলার সদর উপজেলাধীন বটতলা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশ মোতাবেক অবৈধ জুয়া ও কেরাম খেলার বিরুদ্ধে শনিবার (২২আগস্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।
এ সময় জুয়া ও টাকার বিনিময়ে কেরাম খেলার বিষয়টি হাতে নাতে উদঘাটিত হওয়ায় আস্তানার মালিকসহ কয়েকজনকে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন -১৮৬৭ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করে তা বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও স্কুল -কলেজগামী উঠতি বয়সের শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রিড়া চর্চার পরামর্শ দিয়ে মুচলেকা নিয়ে অব্যাহতি দেয়া হয়।
Leave a Reply