নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আজ ২৬ আগস্ট মনোহরদী উপজেলা সফরের শেষাংশে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি উপজেলা ভূমি অফিসের নিয়মিত কার্যক্রম পর্যালোচনা করেন এবং বেদখলকৃত খাস জমি পুনরুদ্ধার ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি অফিস সংলগ্ন পতিত জমিতে বঞ্চিত মানুষদের সাহায্যার্থে সৃজিত সবজি ও ফল বাগান “বনস্পতি” শুভ উদ্বোধন করেন।
এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিরল প্রজাতির বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
Leave a Reply