নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে ২ মহিলাসহ ০৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গুরুতর জখম হয়েছে আরো ০২জন। ঘটনায় জড়িত থাকায় বাদল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে শিবপুর উপজেলার কুমরাদি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- বাদলের স্ত্রী নাজমা (৪৫), তাইজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে পারিবারিক কলহের জেরে বাদল মিয়া ও তার স্ত্রী নাজমার সঙ্গে ঝগড়া হয়। এতে তাদের ঝগড়া থামাতে আসে বাড়ির মালিক নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা।
একপর্যায়ে বাদল তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে তাদের মধ্যে মনোয়ারা গিয়ে বাঁচাতে গেলে ছুরিকাঘাত হয়ে মনোয়ারা মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধলে ছুরিকাঘাত হয়ে মারা যায় নজরুল ইসলাম ও নাজমা। এতে আহত হয় নজরুল ইসলামের মেয়ে কুলসুম (১৮) ও বাদলের ছেলে (অজ্ঞাত)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার পিপিএম।
Leave a Reply