নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে ২ কোটি ৩৪লক্ষ টাকা মূল্যের ৭৪শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করেছে জেলা প্রশাসন।
সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে অভিযান চালিয়ে এই সরকারি জমি বেদখলমুক্ত করেন নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া।
অভিযানে মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের চৌয়া মৌজায় ১৬৩ নং দাগে ১নং খাস খতিয়ানভূক্ত ৬৮শতাংশ জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪ লক্ষ টাকা) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্তে নেয়া হয়।
এছাড়া মেহেরপাড়া মৌজায় ২৩৮নং দাগে মালিকানাবিহীন ৬শতাংশ অর্পিত সম্পত্তি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা) বেদখলমুক্ত করা হয়। এসময় উদ্ধারকৃত জায়গায় লাল নিশানা টানিয়ে দেয়া হয়।
নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া বলেন, মেহেরপাড়া ইউনিয়নের ২টি মৌজায় মোট ৭৪ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২কোটি ৩৪লক্ষ টাকা। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply