1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে অটোরিকসা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, ৬টি অটোরিকসা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীতে অটোরিকসা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাকৃত ৬টি অটোরিকসা উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) মনোহরদীর নরান্দী এলাকা থেকে অটোরিক্সা ও মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার পিপিএম জানান, গত ১নভেম্বর জাকির হোসেন (৪৩) পুলিশ সুপার নরসিংদী কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন যে, তিনি একটি অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেয় এবং কিছুদিন চালানোর পর গত ২৮ হতে অটোরিকশাসহ বাছিরকে পাওয়া যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান আসামী শনাক্ত করেন। গত রবিবার রাতে বাদীসহ অভিযান পরিচালনা করিয়া শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার হতে বাছির মিয়াকে আটক করে।
পরে তার তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিকশা উদ্ধারসহ ৬ টা অটোরিকশা ও ৬ টা ব্যাটারী, ৮ টা চার্জার উদ্ধার করে এবং ৩ জন আসামী গ্রেফতার করেন। আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে, অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিকশা চুরি করিয়া রং পরিবর্তন করে বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত অটোরিক্সা চোরচক্রর সদস্যরা হলো বাছির মিয়া (২৩), পিতামৃত- সেলিম মিয়া, সাং- পাতাঘাট, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, (২) তারেক মিয়া (২২), পিতামৃত- জজ মিয়া, সাং- বাড়ৈওগাও, থানা-শিবপুর, (৩) জাহাঙ্গীর আলম মামুদ (৫৫), পিতামৃত-রমিজ উদ্দিন, সাং- দিঘাকান্দি, থানা- মনোহরদী, উভয়জেলা- নরসিংদী।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে (১) অটোরিকশা ৬ টা। (২) ব্যাটারী ৬ টা। (৩) চার্জার ৮ টা। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..