1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন

শিবপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সোহেল মিয়া (৩০) ও বিল্লাল হোসেন (৩৮) নামে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এসময় আহতাবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ডাকাতি শেষে পালানোর সময় শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটেছে।
সোহেল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুর এলাকার আমিনুল হকের ছেলে ও বিল্লাল হোসেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ পূর্ব পাড়া এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। আটককৃত মানিক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল দেশিয় অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি সংঘটিত করে কয়েক লাখ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়। ডাকাতি শেষে পাশ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ও একজনকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহত সোহেলের বিরুদ্ধে ২টি হত্যাসহ ১টি চুরি, ১টি অস্ত্র ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে এবং আটককৃত মানিকের বিরুদ্ধে রয়েছে ১টি চুরির মামলা রয়েছে বলে তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..