জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় শনিবার সকাল ৭ টায় বাস – ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ১১ যাত্রী নিহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন।
শনিবার সকাল ৭টায় রাজশাহীগামী উত্তরা ট্রেন জয়পুরহাট থেকে হিলীগামী একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটতে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।
জয়পুরহাট জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।
ফায়ার সার্ভিস ও সাধারণ জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply