নিজস্ব প্রতিবেদক
নরসিংদী পৌরসভায় মেয়র পদে ধানের শীষ নিয়ে কে নির্বাচনে অংশ নিবে জেলা পর্যায়ে এ সিদ্ধান্ত এক বৈঠকে বসেছে জেলা বিএনপির নেতারা। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র চিনিশপুরস্থ কার্যালয়ে এই বৈঠক বসে।
এসময় জেলা পর্যায়ের নেতা নরসিংদী পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের কথা শুনেন। নরসিংদী পৌরসভা মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন, নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নরসিংদী-১ (সদর) আসনের পরপর চারবার নির্বাচিত সামসুদ্দিন আহমেদ এছাকে জেষ্ঠ পুত্র হারুণ অর রশিদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আন্দোলন সংগ্রামের ক্ষুরদার, যুব সমাজের আইকন শাহেন শাহ শানু ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস, গুম ফেরত ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ। বৈঠকে তারা একে একে তাদের মতামত ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি, নরসিংদী আইনজীবি সমিতির সভাপতি এড. আবদুল বাছেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্ছু, যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূইয়া, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মোশারফ সজল, জেলা জাসাসের সভাপতি সারোয়ার হোসেন ঝন্টু, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার প্রিন্স, সাবেক এজিএস মাহমুদ হাসান চৌধুরী সুমন প্রমূখ।
এর আগে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি, দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহেন শাহ শানু, বিশাল মিছিল নিয়ে শো-ডাউন করে দলীয় কার্যালয়ে আসে। এসময় দলীয় নেতাকর্মী ও শানু সমর্থকার ব্যানার পেষ্টুন হাতে নিয়ে, শানু ভাই, খোকন ভাই রব তুলে। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। দুপুররের পর থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে শানুর কর্মী ও সমর্থকরা তিতাস গ্যাস কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে পরে শো-ডাউনের করে মিছিল সহকারে দলী কার্যালয়ে এসে উপস্থিত হয়।
Leave a Reply