ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক ঘটেছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই কমিটির ঘোষণা করা হয়। নির্যাতন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গুজব রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বলে এ সময় বক্তারা তাদের বক্তব্যে জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পঞ্চগড় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন, অ্যাড. আবুল খায়ের, অ্যাড. জিল্লুর হোসেন, মুক্তিযোদ্ধা এএমএ প্রধান, এন.এস.আইর উপ-পরিচালক মনোয়ার হোসেন মনির, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, অ্যাড. জিল্লুর রহমান সিদ্দিকী, পঞ্চগড় এমআর সরকারি কলেজের প্রফেসর দেলওয়ার হোসেন প্রমূখ।
Leave a Reply