আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন জ্যানেট ইয়ালেন। সিনেটের ভোটে তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে মহামারি ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় জো বাইডেন প্রশাসনে দায়িত্ব পালন করবেন জ্যানেট। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রণোদনা প্যাকেজ এনেছেন বাইডেন। সেটি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জ্যানেটের।
এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জ্যানেট। প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে চার বছর ভাইস চেয়ার ছিলেন।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে জ্যানেটকে বেছে নেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁকে দ্বিতীয়বারের মতো দায়িত্বপালনের সুযোগ দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার নতুন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন তিনি।
Leave a Reply