নরসিংদী জেলা আওয়ামীলীগের উদ্যোগে শিবপুর উপজেলায় শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আয়োজন করা হয়। শিবপুর পৌরসভার দুই শতাধিত অসহায় -দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপুসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply