1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

দুই মাথা ও তিন হাত নিয়ে জন্মাল শিশু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ১৬৯ বার পঠিত

একটা সন্তান জন্ম নিয়েছে, যার দুটো মাথা এবং তিনটে হাত!‌ শুনতে আশ্চর্য লাগলেও এটাই কঠিন বাস্তব। শিশুপুত্রটি জন্মেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গাজবাসোদা গ্রামে। তবে সদ্যজাতের একটি হৃদপিণ্ড রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির এক হাতে দুটো তালু থাকায় জোর চর্চা শুরু হয়েছে। গ্রামে ভিড় করে শিশুটিকে দেখতে আসছেন প্রতিবেশীরা।
এটা কী দৈবশিশু?‌ গ্রামের মানুষজন হাসপাতালে দেখতে গিয়ে এমন সব কথাই বলছেন। ববিতা আহিরওয়ার নামে ২১ বছরের যুবতীর প্রথম সন্তান এই শিশু। তাকে নিয়েই যত আলোচনা এখন গাজবাসোদা গ্রামে। এই আশ্চর্য শিশু এখন হাসপাতালের আইসিইউ–তে রয়েছে। তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে খবর।
চিকিৎসক জানিয়েছেন, বিয়ের দেড় বছরের মাথায় এই সন্তান জন্ম দিয়েছেন ববিতা আহিরওয়ার। এই ধরনের শিশু খুব বিরল জন্মায়। তাই তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে মা ও শিশু সুস্থ রয়েছে বলেও খবর। কিন্তু এমন বিরল শিশুকে নিয়ে কোনও সমস্যা হবে কিনা ভবিষ্যতে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ‌‌ সূত্র:- আজকালের খবর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..