নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলার প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ। মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রেথে সমাজে যেসব বৈষম্য অনিয়মগুলো আছে তা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পৌর নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, নরসিংদীর দুটি পৌর নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসার রয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা, প্রত্যাশা অনুযায়ী আমরা প্রতিটি কাজ করবো। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা আমরা সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো। জেলাবাসীর প্রত্যাশা যাতে পূরণ হয় আমরা সেই চেষ্টাই করবো।
এসপি বলেন, চরাঞ্চলের টেঁটাযুদ্ধ বন্ধ রাখতে পুলিশ তৎপর রয়েছে। চর অঞ্চলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতায় কাজ করবে পুলিশ।
নরসিংদী জেলাকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ মন্টি, সাবেক সভাপতি ও ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, বাসস’র জেলা প্রতিনিধি মো: আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply