গণতান্ত্রিক সূচকে চারধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২০ সালের হয়েছে। ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউর প্রতিবেদন এ তথ্য উল্লেখ করা হয়। এবার গণতন্ত্র সূচকে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশের ৭৬ তম অবস্থানে আছে। ইআইইউর গণতন্ত্র সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯ এর আগে স্কোর ছিল ৫ দশমিক ৮৮।
২০২০ সালে এই সূচকে পুরো বিশ্বের গড় স্কোর আগের বছরের ৫ দশমিক ৪৪ থেকে কমে ৫ দশমিক ৩৭ হয়েছে।ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, ২০০৬ সালে সূচক প্রকাশের পর থেকে এটাই সবচেয়ে বাজে স্কোর।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের গণতন্ত্রের দশার এই অবনমনের পেছনে মহামারির মধ্যে দেশে দেশে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
২০২০ সালের এই সূচক বলছে, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক (৪৯ দশমিক ৪ শতাংশ) এখন গণতন্ত্র অথবা আংশিক গণতন্ত্র ভোগ করছে। এর মধ্যে পূর্ণ গণতন্ত্র উপভোগ করছে ৪ দশমিক ৮ শতাংশ মানুষ।
Leave a Reply