আবু বকর ছিদ্দিক, বেলাব থেকে
নরসিংদীর বেলাব উপজেলায় (কোভিড-১৯) করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ নজরুল ইসলামের ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন তরা গয়।
এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য , সাংবাদিক প্রমুখ।
এসময় ডা. নজরুল ইসলাম জানান, বেলাব উপজেলার জন্য (কোভিড-১৯) করোনার ভ্যাকসিন পেয়েছে ৬১৫ টি ভায়াল। তদ্মধ্যে প্রথমে ৩০০ টি ভায়াল আনা হয়েছে, যা দিয়ে ৩ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। তিনি সবাই কে রেজিষ্ট্রেশন করার আহবান জানান।
Leave a Reply