বাকি বিল্লাহ বেলাব থেকেঃ
নরসিংদী বেলাবতে মাটির নিচে উদ্ধার করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়ের প্রায় সাড়ে ৩ হাজার পিস গুলি। মাটি কাটার সময় মাটির নিচে থাকা একটি বাক্স থেকে ৩ হাজার ৪৬০ পিস গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার চর উজিলাব গ্রামের মরহুম আব্দুল হাইয়ের বাড়ির আঙ্গিনা থেকে এই গুলি উদ্ধার করা হয়।
আব্দুল হাই একজন কৃষক নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
স্থানীয় জনগণ এবং পুলিশ ধারণা করছেন,স্বাধীনতা সংগ্রামের সময় যুদ্ধে ব্যবহার করার জন্য এই গুলি মওজুদ করা হয়েছিল।
পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার আব্দুল হাইয়ের বাড়ীতে মাটি ভড়াটের জন্য কয়েকজন শ্রমিক বাড়ির পাশ থেকে মাটি কাটতেছিল। প্রায় সন্ধ্যার দিকে মাটি কাটার সময় শ্রমিকরা মাটির নিচ থেকে গুলি ভর্তি একটি বাক্স দেখতে পায়। গুলি ভর্তি বাক্স দেখে তারা আবদুল হাইয়ের ছেলে বায়জিদকে বিষয়টি জানান। বায়জিদ বেলাব থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় স্থানীয়দের নিয়ে পুলিশ রাত দশটা পর্যন্ত মাটি খুড়ে। এই সময় সেখান থেকে ৩ হাজার ৪৬০ পিস গুলি উদ্ধার করে।
স্থানীয় মুক্তিযুদ্ধারা জানান,১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের সময় এই বাড়ীটি মুক্তিযুদ্ধাদের ক্যাম্প ছিল।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্ভাব্য সকল জায়গা খনন করে গুলি উদ্ধার করা হয়।
Leave a Reply