1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

প্রথম ধাপে দেশের ৩২৩ টি ইউপি নির্বাচন ১১ এপ্রিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৩২৩ টি ইউনিয়ন পরিষদ  ও ৯ পৌরসভায় আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগারগাঁওস্থ  নির্বাচন ভবনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান।

সচিব বলেন, ‘৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে।’২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ইউপি নির্বাচনকে সামনে রেখে ইসি সচিব বলেন, ‘কমিশনের লক্ষ্য একটাই— অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট হবে। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।’

বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টার পর এ বিষয়ে নির্বাচন ভবনে ব্রিফিং করে ইসি সচিব।

পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

কমিশন জানায়, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। পাঁচ বছর আগে ২০১৬ সালের ২২ মার্চ থেকে  জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপির ভোট হয় দলীয় প্রতীকে। এবারও দলীয় প্রতীকে ভোট হবে।

২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ২৯ ধারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে— ‘প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পাঁচ বছর মেয়াদ থাকবে পরিষদের। পরিষদ গঠনের জন্য কোনও সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।’

আরও বলা হয়, ‘দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনও কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত, কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।’

প্রথম ধাপের নরসিংদীর পলাশ উপজেলার  গজারিয়া ও ডাঙ্গা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..