বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে “খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগার” উদ্ভোদন করা হয়েছে।
শতদল স্পোর্টিং ক্লাবটি ১৯৯০ সালে খেলাধূলাকে কেন্দ্র করে গড়ে ওঠলেও তা দির্ঘদিন যাবৎ সময়ের দাবি থেকে সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে জড়িয়ে পরে। করোনা কালিন মহামারিতে খাদ্য সহায়তা, আর্থিক অনুদান, শীতকালীন শীত বস্র বিতরণ, ধুমপান বিরোধী আন্দোলন, দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা, ব্লাড ডোনেট সহ সমাজ উন্নয়নে নিয়োজিত আছে। উক্ত ক্লাবের একনিষ্ঠ সদস্য হিসাবে খন্দকার জহিরুল হক হান্নান ক্লাবের নিয়মিত খেলোয়াড় হিসাবে ও সমাজ পরিবর্তনের লক্ষে ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন কার্যক্রম নিয়মিত করে আসছিলেন।
তিনি ২০১২ সালে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা (এনএসআই) এ জেএফও পদে নিয়োগ প্রাপ্ত হয়ে মুন্সিগঞ্জে ও ঢাকা সিটি কন্ট্রোল অপারেশন শাখায় কর্মরত ছিলেন ২০১৯ সালে পদোন্নতি হয়ে এফও হন। তিনি কর্মরত অবস্থায় তার কর্মদক্ষতার জন্য বিভিন্ন পুরষ্কার পেয়ে থাকেন। তিনি ২০১৯ সালের অক্টোবর ১০ তারিখ রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নরসিংদীর বাঘহাটা মাদ্রাসার সন্নিকটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বন্ধু মহলে আজও স্তব্ধতা বিরাজ করে। সৃতি চারণ মূলক আলোচনায় তাকে স্মরন করেন। তার নামে স্থাপিত গণপাঠাগারটি সকলের জ্ঞান চর্চায় ভূমিকা রাখবে বলে আসা করেন, গণপাঠাগারটি সম্বৃদ্ধির জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নরসিংদীর যুগ্ম পরিচালক আব্দুল্লা আল মামুনুর রশিদ।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চেতনা বিকাশ মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. শফিউল আজম কাঞ্চন, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম ভূঞা, কবি ও সাহিত্যিক মহসিন খোন্দকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাজী শহিদুর রহমান শহীদ, কবি সাহিত্যিক ও রায়পুরা সরকারি কলেজের প্রভাষক শামীমা আক্তার শিমু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আহসান উল্লাহ খান, শিক্ষানুরাগী রেহান উদ্দিন ভূঞা, মরহুম খন্দকার জহিরুল হক হান্নানের পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম মজনু, জামিয়া ইসলামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা আবদুর রহমান খান, তুলাতলী সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাকিম, শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা একেএম মহিউদ্দিন, অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা রিয়াজ উদ্দিন, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মমিনুল হক, আদর্শ বিদ্যাপীঠের চেয়ারম্যান নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, কোষাধ্যক্ষ অজয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তোফা খান, সদস্য সালেক আহমেদ পলাশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ক্লাবের আজীবন সদস্য কাজী শফিকুর রহমান হারুন, পৃষ্ঠপোষক ক্লাবের প্রেসিডিয়াম সদস্য ও সেরাজ নগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ খালিদুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি ও তুলাতলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ। ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
Leave a Reply