নিজস্ব প্রতিবেদক
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নরসিংদী পৌরসভার স্থগিতকৃত চার কেন্দ্র্রের ভোটগ্রহন শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহন শুরু হয়। কোন রকম বিরতি ছাড়া ভোটগ্রহন চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভোটাররা ভোট কেন্দ্রে আসতে থাকে।। পরে সারিবদ্ধ ভাবে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পেরে স্বস্থির নি:শ্বাস ফেলেন।
এসময় অনেকে তাদের মনের অভিব্যপ্তি প্রকাশ করে বলেন, অনেক বছর পরে এমন পরিবেশে নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভাল লাগছে।
জেলা রিটারিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রয়ারী কেন্দ্র দখল, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অবৈধভাবে জাল ভোট মারার কারণে নরসিংদী পৌরসভার ৪টি ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ। স্থগিতকৃত কেন্দ্রগুলো হচ্ছে, বৌয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বিদ্যা সুন্দুরি), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (পুরাতন কলোনী, ব্রাহ্মনপাড়া), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি) ও ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি)। আজকের নির্বাচনে ৪টি কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ।
উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে নরসিংদী পৌরসভার ৪০টি ভোট ৩৬টির ফলাফল ঘোষণা করা হয়। ৪টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত থাকায় সেগুলো সম্ভব হয়নি। ৩৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের দিক থেকে নৌকা প্রতিক নিয়ে আমজাদ হোসেন বাচ্চু মোবাইল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ূমের চেয়ে ১ হাজার ১৭৬ ভোট বেশী পেয়ে অগ্রগামী রয়েছে।
Leave a Reply