নরসিংদী প্রতিনিধি
মানবিকতা, সামাজিক স্থিতিশীলতা, শিক্ষা, গণতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনৈতিক বৈষম্য নিরসনসহ নানাবিধ বিষয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে জাতীয় পতাকা মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ মার্চ এ কর্মসূচী পালন করে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী ।
মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তান ক্ষমা চাও, ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ কর, সন্ত্রাসবাদ, লুটেরা, দুর্নীতিবাজ, অর্থ পাচার, নারী-শিশু, সংখ্যালঘু ও আদিবাসী নিপিড়ন বন্ধ কর, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধ কর, করোনা প্রতিরোধে সকল অনিয়ম বন্ধ কর, সর্বস্তরের জবাবদিহীতা নিশ্চিত করণের লক্ষ্যে এ পতাকা মিছিল নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখ হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলা মোড় নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার যুগ্ম-সম্পাদক মানিক লাল সূত্রধর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্যাংকার লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, জেলা বাসদের আহবায়ক এড. মোবারক হোসেন, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, চিত্ত রঞ্জন সাহা, মো: নাছির উদ্দিন, খগেন্দ্র চন্দ্র রায়, শ্রমিক নেতা আব্দুল জাব্বার, শিক্ষক নেতা সুভাষ দত্ত, আশুতোষ দাস প্রমুখ।
Leave a Reply