1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

মনোহরদীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজির  ২ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৩৩ বার পঠিত

বাকি বিল্লাহ, মনোহরদী থেকে

নরসিংদীর মনোহরদীতে মাটি ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন । আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল ১১টার দিকে মনোহরদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মনোহরদী পৌর শহরের চন্দনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩০) এবং নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০)। আহতরা হলেন, আল-আমিন (৪০),আলেহা বেগম (৬০) এবং শহিদুল ইসলাম(৫০)। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থা ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চালাকচরগামী একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক পাশ কেটে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাকে  চাপ দেয়। এতে অটোরিক্সাটির একপাশ দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহী মামুনের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা অন্য চারজন গুরুতর আহত হয়। পুলিশ এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আছিয়া  নামে আরেকজনের মৃত্যূ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ট্রাকটি সিএনজিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দ্রুত ড্রাম ট্রাকটি সনাক্ত করে ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..