বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায়ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপনের আয়োজন করেন থানা পুলিশ।
এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলার রাজিউদ্দিন আহাম্মদ রাজু অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তাফা পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ঈমান উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহাম্মদ পার্থ, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসেন ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ।
আলোচনা সভা শেষে আনন্দ উদযাপনে উপস্থিত সকলে পুলিশ মনোমুগ্ধকর ঐতিহাসিক ৭ই ভাষণের প্রামাণ্য চিত্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply