এ এইচ আবিল, শিবপুর থেকে
নরসিংদীর শিবপুরে ফেরদৌসী ইসলামকে সভাপতি ও শারমিন সুলতানাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমি সরকার (ফাতেমা) ও সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা এ কমিটির অনুমোদন দেন।
গত ২৭ ফেব্রুয়ারী শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা মহিলা আওয়ামীলীগ। যার তালিকা বুধবার (১০ মার্চ) প্রকাশ করা হয়।
নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমি সরকার ও সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা নতুন কমিটি গঠনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নবগঠিত কমিটির সভাপতি ফেরদৌসি ইসলাম শিবপুরের সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিণী।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি নাছিমা সুলতানা, তাসলিমা বেগম, আফিয়া রহমান, অর্চনা রানী ঘোষ, মুর্শিদা বেগম, শাহাজাদী বেগম ও সালেহা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রাশিদা বেগম, উম্মে কুলসুম, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সালমা বেগম, মার্জিয়া বেগম ও হেনা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবা জান্নাত, দপ্তর সম্পাদক শামিমা সুলতানা, কৃষি ও সমবায় সম্পাদক নুরুন্নাহার বেগম, শ্রম সম্পাদক রাজিয়া বেগম, তথ্য ও গবেষনা সম্পাদক আসপিয়া বেগম, শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক শিউলী সিনহা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আঞ্জুমান বেগম প্রমুখ।
শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ফেরদৌসী ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শারমিন সুলতানাকে মনোনীত করায় নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ও সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।
Leave a Reply