নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বড় ভাই সোহাগ মিয়া (২২) কে খুন করে লাশ মাটিচাপা দেওয়ার ঘটনায় মামলায় মা-বাবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি । শনিবার দুপুরে মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- অভিযুক্ত ছোট ভাই জহিরুল (২২), তার স্ত্রী নওশীন আক্তার মীম, মা’ মাসুদা বেগম, বাবা শাহানুল্লাহ ও লাশ গুম করার প্রধান সহযোগী একই এলাকার তোতা মিয়ার ছেলে আরমান মিয়া (২৩)।
থানা পুলিশ জানায়, গত ১ মার্চ রাত ৯টার দিকে সোহাগ মিয়াকে তার ছোট ভাই জহিরুল ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর জহিরুলের মা মাসুদা বেগম ও বাবা শাহানুল্লাহসহ কয়েকজনের সহায়তায় বাড়ির পাশের ডোবায় মাটিচাপা দিয়ে লাশ গুম করা হয়। পরে মাধবদী থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে গত মঙ্গলবার সকালে মহিষাশুড়া ইউনিয়নের দাইরের পাড় এলাকায় অভিযান চালায়। এসময় অভিযুক্ত জহিরুলের স্ত্রী নওশীন আক্তার মীমকে আটক করা হয়। পরে মীমকে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। নওশীন আক্তার মীমের দেখানো তথ্যমতে সোহাগের লাশ বাড়ি থেকে ২৫ ফুট উত্তরের একটি ডোবার মাটির নীচ হতে উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত ক্রিকেট খেলার স্ট্যাম্প, মাটি কাটার ব্যবহৃত দুটি কোদাল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতর পক্ষে বাদি না থাকায় রাষ্ট্র পক্ষ থেকে মাধবদী থানায় একটি মামলা রুজু করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈদুজ্জামান জানান, দাইরের পাড় এলাকায় ছোটভাইয়ের হাতে বড় ভাই খুনের মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী জহিরুল, লাশ গুম করার প্রধান সহযোগী আরমান মিয়াসহ নিহত সোহাগের মা’ মাসুদা ও বাবা শাহানুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে জহিরুল ও আরমান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে বিজ্ঞ আদালত তাদের পাঁচজনকে কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply