1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

করোনায়  কেড়ে নিল উপজেলা চেয়ারম্যান সফর আলী ভুঁইয়ার প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৪৫ বার পঠিত

মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী

করোনায়  কেড়ে নিল নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব সফর আলী ভুঁইয়ার প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে তিনি সোমবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে এই নেতার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসলে তাকে করোনা আইসোলেটেড ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়। গত শনিবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যূবরণ করেন। এই  নেতার মৃত্যূর মধ্য দিয়ে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটে।

নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভুঁইয়া ৫ পুত্র ও ৩কন্যা , নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহুগুণ গ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব সফর আলী ভুঁইয়ার মৃত্যূতে মেয়ের জামাতা নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির শ্বশুরের আত্মার শান্তি কামনা করে নরসিংদীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

মরহুম আলহাজ্ব মোঃ সফর আলী ভুইয়ার জানাযার নামাজ মঙ্গলবার সকাল ১১ টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

আলহাজ্ব মোঃ সফর আলী ভুঁইয়া দীর্ঘ ৩০ বছর যাবৎ নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নবগঠিত মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তিনি তার নিজ এলাকা মাধবদীর টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ স্থানীয় ব্যবসায়ী, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি হিসেবে পরিচিত বর্ষীয়ান এই নেতা গত ২০১৯ সনের উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নৌকা প্রতীক বরাদ্দ এনে নির্বাচনে জয়লাভ করেন।

এদিকে নরসিংদীর এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তি সদর উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ সফর আলী ভুঁইয়ার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন। নরসিংদী-১  সদর আসনের সাংসদ মো: নজরুল ইসলাম হিরু বীর প্রতিক,  নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী,  মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আনোয়ার কমিশনার) সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ  গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..